পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। - , 4% দোষ যদি করে থাকি ছায় অভিমানে। করুণা-কটাক্ষে চাও অধীনীর পানে• ছাড় ছাড় ছাড় রোব কর পীিতোষ । নিজ গুণে ক্ষমা কর সমুদয় দোষ ॥ . বেশ করি বেশ করি দেহ পুনৰ্ব্বার। থোপীয় চাপার কলি পয়াও জামার৷ বেরূপ মনের তাব বনের স্তিত্তয় । সেইরূপ মাট কয় নব নটবর। সাজিব তোমার সাজে কি করে হে লাজে । আপনি সাজায়ে দেও যেখানে যা সাজে। তোমার মনের সাথে সাজাও জামারে । ভোমায় সাজাৰ শুধু গ্ৰেম-হেমহারে । অপমান অঙ্গের পরালে অলঙ্কার। উপমেয় কিছু নাই রূপের তোমার। যে ৰেহে ফুলের ভাৱ সহনীয় নয় । রতনের আভরণসে দেহে কি সয় ? ক্ষণকাল-প্রাণনাথ স্থির হও হও। আমার নয়ন-পখে স্থিরভাবে রও ৷ কিছুকাল তোমারে হে হৃদয়ে ধরিয়া । দেখি আজ নয়নের নিমেষ হরিয়া ॥ কোনখানে ৰেয়ো না হে আমার ছাড়িয়া । ৰদি যঁীও লও তবে সঙ্গিনী কজিয়া । এই অভিলাষ নাথ আমার অন্তরে। বাস কর অধীনীর সয়ন-নগরে ৷ (খা যাবে তথা যাব ওহে রসরায় । মাগী হয়ে মেগে মেগে খায়াব তোমায় ॥ পান-খয়েরের প্রায় তোমার আমায়। উত্তর একত্র যোগ কত ভোগ তার। কোটি তাগে কুটকুটি ৰদি করে তারে। তখাচ প্রকেজ কেহ করিড়ে মা পারে। (कमन ८थत्वत्र उांद cउन नॉरि श्छ। স্বঙ্গে সঙ্গে অঙ্গে জঙ্গে মিশাইর রয়। তুমি আমি সেইরূপ প্রেমনিধি নিয়া। স্বদেরঙ্গে অঙ্গে অঙ্গে জাছি মিশাইয়৷ মানের নিগূঢ়ভাৰ কিছু নাহি লয়ে । তুমি বল রব আমি তোমা ছাড়া হয়ে ॥ তোমা ছাড়া আমি হব স্তেবনাকে মনে } যুগের মিলন ছেড়ে বাচিব কেমনে ? এখনি প্রমাণ দেখ রঙ্গে খেলে পাশ । তুমিতো পণ্ডিত বট প্রেমে নও চাষ ॥ দেখ হে কাঠের বল যুগে যদি রয়। কোটি যুগে তার আর মাশ নাহি হয় । , প্রণয়ের কার্য্য করে যুগে যুগে রয়ে। ক্ষণকাল নাহি বাঁচে যুগছাড়া হয়ে। যুগ ছেড়ে কাট যদি মরে এইরূপে। প্রেমের বিচ্ছেদে আমি বঁচিব কিরূপে ? অস্তএৰ হৃদয়েশ আর কেন ছল ? * স্বজনী প্রভাত হয় গৃহে চল চল ৷ অথি ইটা ঢুলু ঢুলু নিদ্রার আবেশ । তোমারে ঘুমায়ে আগে ঘুমাইব শেষ। গৃহকাৰ্য্য পূজা স্নান করি সমাপন। তোমায় মনের সাধে করাব ভোজন ॥ দায়িকার মুখে শুনি পীযুষবচন। সন্তোষ পাইয়া মুখী নায়কের মন ॥ " জাদরে প্রিয়ার দেহে হাত দিতে যায়। রমণী অমনি হেসে ঢলে পড়ে গায়। উভয়েই উলটল ঢলঢল কায় । টলাটলি ঢলাঢলি হইল তথায় ॥ কৰি কহে প্রণয়ের গলাগলি ৰখা । টলাটলি ঢলাঢ়লি ৰাকী নাহি তথা ॥ হাত মুখ ধুয়ে দোহে ভাটনীর জলে। সন্ত্রমে বসন পরি নিকেতনে চলে। করিতে করিতে জপ মহেশী মহেশ। আলয় অলির করে অtলয়প্রবেশ ॥ গৃহিণী আসিয়া লি গৃহকাজে মন। গৃহী আসি করিলেন মুখেতে শাম ॥ " এইরূপ প্রেমালাপে প্রেমিক প্রেমিক ? হজিষে হরিল কাল কি ৰুব অধিক ॥ to