পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆ. t vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। মাধবী মানের পালা অদ্য হল সায় । বরষায় লেখনী ধরিব পুনরায় ॥ সকলি রহিল গুপ্ত গুপ্তের ভবনে। হবে তাহ আছে যাহা ঈশ্বরের মনে ॥ এ রসে যুদ্ধপি শুনি বিরসের ধ্বনি। শোব লা এ ভাবগৃহে ছেলবো না লেখনী ॥ _ ভালবাসা । سة (বহুদিন পরে নায়ক-নায়িকার সাক্ষাৎ ) প্রথমে যখন হয় প্রেমের মিলন। মনে কর কি বলিয়া তুষিয়াছ মন ? সেই তুমি সেই আমি সেই এই স্থান। পুখ যথা করিয়াছে মুখে অবস্থান। সেই, সেই, এই সেই, সব বর্তমান । সেই প্রেম কোথা তবে বল দেখি প্রাণ ? একদিন আশাহীন, হয় নাই আসা। পুরাতে আশার আশা, সদা ছিল আসা। জানায়েছ ভালবাসা মুখের বচনে। আমি সেই ভালবাসা ভালবাসি মনে। আমার বচন মন উভয় সমান। পরীক্ষায় পাইয়াছ প্রচুয় প্রমাণ৷ খল্লঙ্গীভাবে নাহি দেখে বিশেষ বিরাগ। আমি তাই ভাবিতাম মুখের সোহাগ। কোথা সেই ভাব-ভঙ্গী কোথা অমুরাগ। ৱলন তাদের প্রতি এত কেন রাগ ? ভিল্লভাব ভাবি প্রাণ প্রেমাধীনী-জনে। রাগ করে ভাগ কেন বসায়েছ মনে ? গুগল ভাল সেও ভাল আমি পড়ি রাগে। প্রেমের মাথায় বাজ কাজ নাই ভাগে। যেমন মনের সাধ কর সেই ক্রিয়া । মিছে কেন রাগারগি ভাগাভাগি নিয়া ? এলাপের উদয় অস্তরে অহরহ। । ওকালপি কেবল করি বিলাপের সহ ॥ ঃখভোগে শ্ৰান্ত হয়ে ঘুমায়েছে মন। আর প্রাণ আলাপের নাহি প্রয়োজন। বিচ্ছেদেরে বুকে রেখে মুখে প্রাণ আছি। চোখে মাত্র দেখি শুধু যতদিন বাচি। । বিনিময় বিনা তুমি প্রাণ মন দিয়া। ভ্ৰমে আর নাহি হাটে এই পথ দিয়া ॥ কেমনে হইবে দৃষ্ট আমার উপর। দণ্ডিরূপে বাধা আছ গণ্ডীর ভিতর ॥ সাক্ষাৎ পাইব কিসে নাহি পূৰ্ব্বমত। আমি কোথা দূরে আছি ভুলিয়াছ পথ ॥ বিরহে বিরলে বসি কঁাদি আমি একা । স্বপনে তোমার সহ শুধু হয় দেখা৷ তাহাতে যেরূপ হয় জানে মাত্র মন । তুমিও জানিতে পাব দেখিলে স্বপন ॥ সেরূপ তোমার নয় প্রণয় কপট । স্বপন গোপন তাই তোমার নিকট । স্বভাবে আমার ভাবে দেখিলে স্বপন। প্রেম-সুধাদানে কেন হইবে কৃপণ ? ভাল ভাল, থাক ভাল আমি তাই চাই । ভাল ভাল, দেথা হলে, বেঁচে আছি যাই। দুখের উপরে দুখ সুখ পুন দুখে। কি বলে আদর করি বাক্য নাহি মুখে ॥" অকস্মাৎ এ কি ভাব চারু দরশন। বল দেখি এখানেতে কেন আগমন ? বিপরীত দেখে আজ মোহিত হৃদয় । অপরূপ দিনমণি পশ্চিমে উদয় ॥ ক্ষণে ক্ষণে মুখ দেখে হতেছি বিস্ময়। তুমি কি হে সেই তুমি সেই তুমি নয়। ক্ষণে ভাবি আমি বুঝি সেই আমি নই। ভাবিহে তোমায় ত্বাই সেই তুমি কই৷ এসো এসে এসো প্রাণ যে হও সে হও । আমি কিন্তু সেই আমি তুমি সেই নও। এ ভাবে কি হৰে আর মিছে মন ছোলে। গোলে যেতো মম মন সেই তুমি হলে ॥."