পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ । ঘরে এলে মুখ যেন সেই মুখ নয়। বাহিরেতে কত রস ছড়াছড়ি হয় ॥ বাকামুখ নহে আজ সরস অন্তর। এনেছ পরের রল ঘরের ভিতর ॥ সময়েতে “সাজো রস” করিয়া গোপন। কার “এটো” রস এনে দেখাও এখন ? “এটােরসে, চেটো” নই দেব না চুমুক । বড় যে হয়েছে আজ হাসি হাসি মুখ ? জানাতেছ, অযাচক ভিখারীর ভাব । হাটে পোড়ে, লুটে খাও এমনি স্বভাব। ঠাটু দেখে, কাটু হয়ে আছি আমি একা । রাখিয়াছ চোখে চোখে চোখে নাই দেখা ৷ হয়েছ হাটের নেড় হুজুকৃতে চাই। ঠাটের ঠাকুর বট নাটের গোঁসাই। বজায় রেখেছ ঠাট্ট হয়ে ছাড়াছাড়ি। আছে ভাল ঠাট ঠাটে হাটে ভেঙে হাড়ি ॥ আগে যদি জানিতাম এত বাড়াবাড়ি। তবে কি তোমারে আর কোনমতে ছাড়ি ? করি নাই আত্মসার আমারি সে চুক। বড় যে হয়েছে আজ হাসি হাসি মুখ ? প্রাণ তুমি আপনি হে নহ অfপনার । কেমন কৰিয়া তুমি হইবে আমার ? পররসে পরবসে সদা পরাধীন। তবে তো আমার হতে হইলে স্বাধীন ॥ তোমা হতে দুখিনীর মুথ যা হবার । সমুদয় হয়ে বোয়ে গিয়েছে আমার ॥ সময়েতে এক দিন না হইলে বশ । রসময় অসময় দেখাতেছ রস। , আমাতে কি আমি আছ আমি হৈ কি আছি। এখনি কি ভুলি ঠাটে ঘাটে গেলে বাচি । বৃচিৰার সাধ আর নাহি এক্‌টুক্‌ ৷ বড় যে হয়েছে আজ হাসি হাসি মুখ ? ঠিক যেন ধৰ্ম্মশীল বকের মতন। কত দিন প্রাণ তুমি হয়েছ এমন ? পশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। বাছিরের ভাব যেন নব-ভেকধারী। ভিতরের ভাব কিছু বুঝিতে না পারি। কপটে কৌশল হেন করেছ ধারণ । ভোলা ভোলা ভাব যেন খোলা খোলা মন ॥ এখন কি করে আর হলে মম-খোলা । বিদায় করেছ আগে হাতে দিয়ে থোলা ॥ আর যেন নাহি লাগে তোমার বাতাস । ফেলেছি ঘাড়ের বোঝা হয়েছি থালাস । একেবারে পড়িয়াছে পীরিতের ভূক্ । বড় যে হয়েছে আজ হাসি হাসি মুখ ? পায়ে কঙ্ক পড়িয়াছি দাতে কোরে কুটে সাচ্চা-ধন লুকাইয়ে দেখাইলে ঝুটে । কঁাচাকালে কচি ফল হয়ে গেল সুটে । মনের আগুনে জলি বলি তই দুটো ॥ দেখাতেছ নবরাগ বিরাগে কি রাগে ? দ্বিতেছ আগায় জল গোড়া কেটে আগে । রজকের লাভ কোথা উলঙ্গের কাছে ? কাটা গাছে জল দিয়ে ফল কিবা আছে ? আপনি ভেঙেছ মন উপায় কি তার। ভাঙামন কখনো কি গোড়ে থাকে আর ? কাটা গোড়া দিবে জোড়া কে শিখালে তুক্‌ ? বড় সে হয়েছে আজ হাসি হাসি মুখ ? কিছুতে না হস আর মানের বিকার । মান আমার অপমান সমান অtমার । , আছে দেহ নাহি প্রাণ হয়ে আছি শব। যত তুমি জালাইবে শবে সবে সব ॥ সৰিশেষ পেয়েছি হে প্রেম পরিচয় । প্ৰাণ আমি বিষকৃমি বিষে নাই ভয় ॥ ས་ཅི་བབ། হাড়ে হাড়ে বিঁধিয়াছে বিচ্ছেদের বাণ ॥ সমুদয় সহ করে হয়েছি পাষাণ ॥ ভোগ মেরে দাগ দিলে সাধের সময়। জাগাঘরে চুরি আর এখন কি হয় । সমভাবে ভোগ করি মুখ আর দুর্থ। । বড় যে হয়েছে আল হাসি হাসি মুখ ?