পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র প্তের গ্রন্থাবলী। A নিবেছে আমার প্রাণ অদৃষ্টের আলো। তুমি যাতে ভাল থাকে৷ সেই ভালো ভালো। ’ • তোমারে বিশেষরূপে বুঝাব কি ৰোলে ? স্বভাবের দোষ কভু নাহি যায় মেলে । সন্ন্যাসী হইয়া তুমি যদি শেখ যোগ । তথাচ যাবে না প্রাণ তুম্বনাড়া রোগ ॥ কোনখানে মন রেখে এখানেতে এলে ? কঁাচেতে যতন কেন কঁচাসোণা ফেলে ? স্বাও যাও তার কাছে বঁtধ যার ভাবে। সে ধনী এ ধ্বনি শুনে প্রমাদ ঘটাবে ॥ দেখিবে না ও মুখ সে তোমার “ওমুক” বড় যে হয়েছে আজ হাসি হাসি মুখ ? ছমাসে নমাসে নাহি পাই দরশন। হলে ভূমি রাহুগ্ৰস্ত চাদের মতন। বলিবার কথা নয় হায় হায় হায় ! সৰ্ব্বনাশী সৰ্ব্বগ্রাসী করেছে তোমায় ॥ কেমুন গ্রহণ এই একভাবে রও। রাহুমুখে যুক্ত সদা মুক্ত নাহি হও । আমি আছি দিবা-নিশি এক ধ্যান ধোরে । মুক্তি দেখে মুক্তি পাই মুক্তিস্নান কোরে । আমার কপাল পোড়া দৃষ্টিপোড়া বিষে । vএকবার মুক্ত নহ মুক্ত হব কিসে ? কি জানি কেমন কোরে সে করেছে তুক্‌ ৷ বড় যে ইয়েছে আজ হাসি হাসি মুখ ? নায়কের উত্তর। ) ? বাকী মুখ কবে( حکم پ, বড় যে মধুর ধ্বনি শুনি আজ ধনি ! একেবারে খুলিয়াছ অযুতের খনি। স্বভাবে সমান আছে আমার স্বভাৰ। আপনার ভাবে ভূমি ভাবিছ অভাব। সেই আমি সেই আছি আছে সেই ভাৰ। । .७कदिन नांश् िरुद्र उॉरदद्र बङांव ॥ vరీ যখন তোমার দেখে যে ভাবে ভাব • সেই ভাবে ভাব ধরে আমার স্বভাব। ভাবিলেই ভাবে হয় ভাবের উদয়। পুরাতন এক ভাব নূতনতো নয়। দেখিলে তোমার ভাব ভাব পাই তবে। হাসিমুখে আসি প্রাণ বাকামুখ কবে ? রসবর্তী নাম ধর কোথা সেই রস ? বুঝিতে না পারি প্রাণ সরস বিরস ॥ রসের আকরে এসে পাই নাই রস } • সাধ কোরে এতদিন ছিলাম বিরস ॥ কৃপণ তোমার মত কেবা আছে আর? গোপন করিয়াছিলে, আপন ভাণ্ডার। সময়েতে এক ফোটা কর নাই দান। বক্ষে কোরে, রক্ষে কর যক্ষের সমান ॥ হয় নি তোমার কাছে রসের ব্যাপার। কি রসে রসিক হব কি আছে আমার ? নূতন রসের কথা শুনিতেছি সবে। হাসিমুখে আসি প্রাণ বাকা মুখ কবে ? যাহার যেমন ভাব লাভ সে প্রকার। সেই সব বাকী দেখে বাকী মন যার। নিজ ভাবে তুমি প্রাণ সোজা যদি হতে। • সোজ-পুথে চোলে তবে সোজা কথা কোতে। সোজা-ভাব, বোঝা প্রাণ সহজেই হয়। বাকী ভাব, বাকী বড় বুঝিবার নয় ॥ ভিতরের ভাব কিছু নাহি যায় বোঝা। অথচ জানাও তুমি যেন কত সোজা। ললন তোমার কাছে ছলনা কি খাটে ? আমি খাই ভীড়ে জল তুমি খাও ঘাটে। ছল কেরে, বল, কোরে কুটো কথা কবে । হাসিমুখে আসি প্রাণ বাকীমুখ কবে ? ভিতর বাহির সদা সমান আমার । L মুখে এক, মনে আর স্বভাব তোমার। দিয়েছ কথার ভাগ বদনের হাটে । মুখোমুথি কোরে প্রাণ ও মুখে কে জাটে ॥