পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 কবিতাসংগ্রহ । কোথায় ঈশ্বর, নহে সুখকর, তারে আমি নাহি মানি ॥ সুখের সময়, সুখের উদয়, আমা হোতে হয় সব । নিজে আমি বড়, সব দিগে দড়, কিসে হবু পরাভব ? টলে যদি রতি, মদনের রতি, আনি এইখানে বোসে । আমার প্রতাপে, जिङ्बन कँो८%, রবি শশী পড়ে থোসে ॥ কোথা সুররাজ, কোথা তার বাজ গোপে যদি দিই চাড়া । সহিত অমর, করি যোড়কর, এখনি হইবে খাড়া ॥ অসাধ্য আমার, কিছু নাহি আর, সকলি করিতে পারি । থেকে এই পুরে, থাই সাধপুরে, ক্ষীরোদসাগর-বারি । দেবতার স্থল, দিই রসাতল; ধরা জ্ঞান করি সরা । দেখ দিয়া কর, আমার উদর, চারি পোয়া গুণে ভরা ॥