পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ९१ श्रांटझ शाहे, প্রকাশিয়া তাই, হয়েছি প্রধান ধনী । সকলেই কয়, সব দিকে জয়, সদা জয় জয় ধ্বনি ॥ এই দেখ নাম, এই দেখ থাম, এই দেখ বালাখানা। এই দেখ পাখা, মখমলে ঢাকা, কারিগুরি তায় নানা । এই দেখ বাড়ী, এই বাড়াবাড়ি, এই দেখ গাড়ী ঘোড়া । এই দেখ তাজ, এই দেখ সাজ, এই দেখ জামাজোড়া ॥ এই দেখ ছাতি, এই দেখ হাতী, এই দেখ সপমোড়া । এই দেখ তেজ, “ এই দেখ সেজ, মেজ দেখ ঘরজোড়া ॥ কেমন পুকুর, কেমন কুকুর, কেমন হাতের কোড়া । কেমন এ ঘড়ি, কেমন এ ছড়ি, কেমন ফুলের তোড় ॥ দেখনা কেমন, চিকন বসন, জাহাজে এসেছে সবে।