পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । । ૨૯ অথচ জানন কিছু, ভূতের ব্যাপার ॥ কখনো নিগ্রহ করে, কছু করে দয়া । নাহি মানে রাম নাম, নাহি মানে গয়া ॥ এই ভূত করিয়াছে রামের গঠন । এই ভূত করিয়াছে, গয়ার স্বজন ॥ " এই ভূতে রহিয়াছে, বিশ্ব জড়ীভূত। হলিঘোষ্ট ছাড়া নন, এই পাচু ভূত ॥ ভূতনাথ ভগবান, ভূতের আধার। সৰ্ব্বভূতে সমভাবে, আবির্ভাব র্যার ॥ ভূত হবে কলেবর, ভূতের সদন । অতএব ভূতনাথে সদা ভাব মন ॥ আসিয়াছ জগতের মেলা দরশনে । দেখ দেখ দেখ জীব, যত সাধ মনে ॥ কিন্তু এক উপদেশ কর, অবধান । । ঠাটের হাটের মাঝে, হও সাবধান ॥ দেখো যেন মনে কচু, নাহি হয় ভুল । কোরোন কাচের সহ, কনকের তুল ॥ র্তারে দেখ একবার, যার এই মেলা । মেলার আমোদে মেতে, দেখোনাক মেলা ।