পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ළුA কবিতাসংগ্রহ। সমভারে সহ্য কর, সকল সময় t - তপস্বীর এই যদি, সত্যধৰ্ম্ম হয় । তৃণ জল খায় শুধু কাননে বসতি । হিংসামাত্র নাহি করে, সদা শুদ্ধমতি | শীত, গ্রীষ্ম, রৌদ্র জল, সহ্য সমুদয় । বনের হরিণ তবে, যোগী কেন নয় ? o শিৰদুর্গ তার রাম, বলিতেছ সুখে । সদা কৃষ্ণ, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ মুখে ॥ দেবদেবী নাম সব, মনে পড়ে যত r উচ্চৈঃস্বরে উচ্চারণ, কর তুমি তত ॥ লোক মাঝে জ্ঞানী হও, স্তব পাঠ করি । দেবদেবী নাম নহে, ভবসিন্ধু-তরী ॥ কৃষ্ণ রাম মুখে বুলি, মুক্ত হলে পর। মুক্তিপদ প্রাপ্ত হতো, বিহঙ্গ থেচর ॥ রাধাকৃষ্ণ শিবদুর্গ সদা মুখে কয় । শুক আর শারী তবে, যোগী কেন নয় ? মঠধারী হও তুমি, লইয়াছ ভেক। উট ভাই প্রভূপ্রেম, সুখে অভিষেক । সঙ্গতের সঙ্গগুণে, পঙ্গতে বসিয়া । অধর-অমৃত খাও, রসিয়া রসিয়া ।