পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কবিতাসংগ্রহ । দিন যত গত, তত, দীন দিনপতি । পরিশেষ পুনৰ্ব্বার, ঘোর অন্ধকার । প্ৰণাম তোমায়, প্রভু, প্রণাম আমার ॥ এখনি স্বজন করি, এখনি সংহার। তোমার অনস্ত লীলা, বুঝে সাধ্য কার ? এই দেখি এই মুছে, এই নাই আর । প্রণাম তোমায়, প্রভু, প্রণাম অামার ॥ প্রফুল্লিত কত ফুল, বন উপবনে । শত শত শতদল, শোভা করে বনে ॥ কুমুমের বাস ছেড়ে, কুসুমের বাস । বায়ু ভরে এসে করে, নাসিকায় বাস ॥ মধুভরে টলটল, ঢলঢল রূপ । আস্যভর হাস্য তাম্বু, দৃশু অপরূপ ॥ মাজে মাজে যত দ্বিজ, নিজ নিজ দলে । রস খায় যশ গায়, বোসে পুষ্পদলে ॥ শরীর পতন করে, ধষ্ঠ তার ক্রিয়া । বাচায় অসংথ্য জীব, মকরদ দিয়া ॥ ক্ষণপরে সেই শোভা, নাহি থাকে তা । প্রণাম তোমায়, প্রভু, প্রণাম আমার } এখনি স্বজন করি, এখনি সংহার । , তোমার অনন্ত লীলা, বুঝে সাধ্য কার P