পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খল ও নিন্দুক।

es


খল ও নিন্দুক

<article> মহৎ যে হয় তার, সাধুব্যবহার।

উপকার বিনা নাহি, জানে অপকার॥

দেখহ কুঠার করে, চন্দন ছেদন ।

চন্দন সুবাস তারে, করে বিতরণ ॥

কাক কারো করে নাই, সম্পদ হরণ ।

কোকিল করেনি কারে, ধন বিতরণ ॥

কাকের কঠোর রব, বিষ লাগে কাণে।

কোকিল অখিলপ্রিয়, সুমধুর গানে॥

গুণময় হইলেই, মান সব ঠাই।

গুণহীনে সমাদর, কোন খানে নাই॥

শারী আর শুক পার্থী, অনেকেই রাখে।

যত্ন কোরে কে কোথায়, কাক পুষে থাকে?

অধমে রতন পেলে, কি হইবে ফল?

উপদেশে কখন কি, সাধু হয় খল?

ভাল, মন্দ, দোষ, গুণ, আধারেতে ধরে।

ভুজঙ্গ অমৃত খেয়ে, গরল উগরে॥

লৰণ-জলধি-জল, করিয়া ভক্ষণ।

জলধর করিতেছে, সুধা বরিষণ।

সুঞ্জনে সুযশ গায়, কুযশ ঢাকিয়।

কুজনে কুরব করে স্বরব নাশিয়া ॥<footer> -ঈশ্বরচন্দ্র গুপ্ত</footer></article>