পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রঞ্জ । ৬১ আবার কি সৰ্ব্বনাশ, ছোয়েছ অচল । শুনিয়া আমার শিরে, পড়িছে অচল ॥ হয় দৃপ্ত এই বিশ্ব, যাহার সম্পদ । এমন পদের পতি, হারালেন পদ ঃ \ চলিবার শক্তি নাকি, কিছু নাই অার ? বিপদ হইলে তুমি, বিপদ আমার । আপনিই যদি তুমি, পোড়েছ বিপদে। তবে আর সম্ভানেরে, কে রাখিরে পদে ? পদে পদে তর পদে, মন যদি রয় । আপদ বিপদ তবে, এত কেন হয় ? গোপনেতে পদ রাখা, তোমার কি পদ । তা হইলে কিসে আমি, পার বল পদ ? পিত হোয়ে যদি মাহি,° পদে দেহ পদ । তরে আর নাহি দেখি, উদ্ধারের পদ ॥ তোমার যে পদ তাহ, আমারিতে পদ । তবে কেন নাহি দেও, পদের সে পদ 2 পদ-দান ভয়ে যদি, না শুনিলে পদ । তবে কেন বোকে মরি, মিছে ছাড়ি পদ ॥ কিন্তু পিতা যে সময়ে, ঘটিবে বিপদ । , সে সময়ে পাই যেন, বিপদের পদ । وي