পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । १s উড়ে গিয়া ফুড়ে বসি, বগির উপরে । সঙ্গে সঙ্গে ছুটে যাই, গিরিজার ঘরে ॥ থানার টেবিলে বসি, করি খুব তুল। এটো করা সেরির, গেলাসে দিই হল । কখনো গাউনে বসি, কতু বসি মুখে । মাজে মাজে ডিজে গায়, পাখা নাড়ী সুখে ॥ নববর্ষ মহাহৰ্ষ, ইংরাজটোলায়। দেখে আসি ওরে মন, উনজ আয় আয় ॥ শিবের কৈলাসধাম, আছে কত দূর । কোথায় অমরাবতী, কোথা স্বৰ্গপুর ॥ সাহেবের ঘরে ঘরে, কারিগুরি নানা । ধরিয়াছে টেবিলেতে, অপরূপ থানা ॥ বেরিবেষ্ট, সেরিটেষ্ট, মেরিরেষ্ট যাতে । আগে ভাগে দেন গিয়া শ্ৰীমতীর হাতে ॥ কট কটু কটাকট, টুক্ টক্‌ টক্‌ ৷ *न] *न] *न् छून्, छझ. छक छदः. ॥ চুপু চুপু চুপ চুপ, চপ, চপ, চপ,। সুপু সুপু মুগ মুপ • সপ, সপ, সপ। ঠকাস ঠকাস ঠক. ফস ফস ফস । কস্ কস্টস্টস, ঘস ঘস ঘস । হিপ হিপ হোরে হোরে, ডাকে হোল ক্লাস । ডিয়ার ম্যাডাম, ইউ, টেক দিস মাস ॥