পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। ঘরে থেকে চিরকাল, পায় মহাদুখ । কখনো দেখে না পর পুরুষের মুখ ॥ এইরূপে হিন্দুরাম, শুদ্ধাচার রেখে । না পায় মুখের আলে, অন্ধকারে থেকে। কোথায় নেটব লেডি, ৰলি গুন সবে। পশুর স্বভাবে আর, কত কাল রবে ? ধন্যরে বোতলবীজ, ধনrয়াল জল । ধন্য ধন্য রিলাতের, সভ্যতার বল । দিশি কৃষ্ণ মানিনেকে, ঋষিকৃষ্ণ জয়। মেরিদাতা মেরিমুত, বেরিগুড় বয় ॥ ঈশ্বর পরম প্রেম, স্পর্শ করে যাকে । ধৰ্ম্মাধৰ্ম্ম ভেদাভেদ, জ্ঞান নাছি থাকে ॥ যা থাকে কপালে ভাই, টেবিলেতে খাব । ডুবিয়া ডবের টবে, চ্যাপেলেতে যাব। কাটা ছুরি কাজ নাই, কেটে যাবে বাবা । দুই হাতে পেট ভোরে, খাব থাবা থাবা। পাতরে থাবনা ভাত, গোটুহেল কালো। হোটেলে টোটেল নাশ, সে বরণ ভালো। পূরিবে সকল আশা, ভেবোনারে লোভ। এখনি সাহেব সেজে, রাখিব না ক্ষোভ ॥* _ এই কবিতার এবং পরবর্তী কবিতার অনেকগুলি পদ পরিত্যক্ত হইয়াছে । - - o