পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । । b"○。 মজাদাতা অজা ভোর কি লিখিব যশ ? যত চুষি তত খুসি হাড়ে হাড়ে রস ॥ গিলে গিলে ঝোল খায় অাস্বাদনছত । তাদের জীবন বৃথা দাতপড়া মত ॥ এমন পীটার মাস নাহি খায় যারা । মোরে যেন ছাগী-গৰ্ত্তে জন্ম লয় তারা ॥ দেখিয়া ছাগের গুণ কোরে অভিমান। হইলেন বরারূপ নিজে ভগবান ॥ তথাচ যবন হিন্দু করে অপমান । ইংরাজে কেবল তার রাখিয়াছে মান ॥ হোটেলে বিক্রয় হয় নাম ধরে হাম্। পচাগন্ধে প্রাণ যায় ড্যাম ড্যাম ড্যাম্ ॥ অদ্যাপি শ্ৰীহরি সেই অভিমান লোয়ে । লুকায়ে আছেন জলে কুৰ্ম্ম মীন হোয়ে ॥ কচ্ছপ সে জুজুবুড়ী তারে কেবা যাচে ? মাচে কিছু অাছে মান বাঙ্গালির কাছে ॥ কিন্তু মাচ পটার নিকটে কোথা রয় ? দাসদাস তস্য দাস তস্ত দাস নয় ॥ এক দুই তিন চারি ছেড়ে দেহ ছয়। পাচেরে করিলে হাতে রিপু রিপু নয় ॥ তঞ্চ ছাড়া পঞ্চ সেই অতি পরিপাটি। বাবু সেজে পাটির উপরে রাখি পাটি।