পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম পরিচ্ছেদ॥ বাল্য ও শিক্ষা

প্রয়াগে যুক্তবেণী-বাঙ্গালার ধান্তক্ষেত্র মধ্যে মুক্তবেণীকলিকাতার ১৫ ক্রোশ উত্তরে গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিপথ१iभिनैौ श्झांtछ्न। (य १itन ७३ °ीरिज़ जैौर्षशांन, ऊांशंद्र পশ্চিম পারস্থ গ্রামের নাম “ত্রিবেণী”-পূর্ব পারস্থিত গ্রামের নাম “কাঞ্চনপল্লী” বা কঁচরাপাড়।

কঁচরাপাড়ার দক্ষিণে কুমারহট্ট, কুমার ছটের দক্ষিণে গেীভ বা গরিফা। এই তিন গ্রামে অনেক বৈদ্যের বাদ। এই বৈদ্যুদিগের মধ্যে অনেকেই বাঙ্গালার মুখ উজ্জ্বল করিয়াছেন। গরিষ্কার গৌরব রামকমল সেন, কেশবচন্দ্র সেন, কৃষ্ণবিছানী সেন, প্রতাপচন্দ্র মজুমদার। কুমারহট্টের গৌরব, কবিরঞ্জন রামপ্রসাদ। কাঁচরাপাড়ার একটি অলঙ্কার शेश्रृंद्रकटप्ल ११ॐ |

কাঁচরাপাড়া গ্রামে রামচন্দ্র দাস একটি বৈদ্যবংশের আদি পুরুষ। তাহার একমাত্র পুত্রের নাম রামগোবিন্দ।এই প্রদেশের বৈদ্যাণ রাজার্যেও বিশেষ প্রতিপত্তি লাভ কঃিছেন। নাম করিলে অনেকের নাম কর যাইতে পারে।