পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গীত। शङ्फु । চার টাকা মণ দর উঠেছে, নূতন চেলে । কত আর চলবে নুতন চেলে ? যাদের নাহি পুঁজিপাটা, গিয়ে বেলেঘাটা, বাড়ীর পাটা বেচে, পেটে খেলে ৷ ठाछुङ्गो । ওমা বিক্টোরিয়া, “আসিয়া” আসিয়া, দেখ মা ! বসিয়া, নয়ন মেলে । বল কে করে পালন, কে করে শাসন, একেবারে সব, মোরে গেলে । দুঃখে থেকে অনাহার, দেখে অন্ধকার, করে হাহাকার, মেয়ে ছেলে । ঘরে গিরী পাড়ে গাল, ফুরাইলে চাল, কিসে রাখি চাল, চেলে চেলে ? যারা থেতো সরু চাল, চালে মোটা চাল, সিদ্ধ পক্ক কোরে, অাড়ে গেলে ।