পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や কবিতাসংগ্ৰহ । ‘ ইণ্ডিয়৷ ” কোরেছ খাস, পুরাও গো মা অভিলাষ, মা গো ! ওমা, নষ্ট করি কষ্ট-পাশ, রক্ষা কর ভাতে জলে । অন্নপূর্ণ নাম ধর, अन्नमृष्टेि दूडेि कन्न, भा cश्रा, যেন আকালেতে অকালে মা ! কাল-কুটিরে যাইনে চলে । যাতনা সহেন। আর, ঘুচাও প্রজার হাহাকার, মা গো, যেন নামের নৌকা ডোবে না মা ! কলঙ্ক-সাগরের জলে । ভারতের কর্তী ব্যাস, ভারত ছাড়া নাহি চলে, তোমার এই ভারতের এমন দশা, ভারতে না খুঁজে মেলে । সেফায়ে অবাধ্য হয়ে, যুদ্ধ করে বাহুবলে, দিয়ে উদোর পিগু বুদের ঘাড়ে, বাঙালীকে কাটতে বলে ! রাজভক্ত অনুরক্ত, তোমার সব বাঙালী ছেলে, এরা ধৰ্ম্ম-পথে সদাই রত, -