পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰিতাসংগ্ৰহ । والا (ج পাশ হয়েছে ছলে কলে, এক কলসী দুধে ঘোলের ছিটে, নীলকরে রাজত্ব পেলে { মরে প্রজা, মরে চাষা, বেজির গর্তে সাপের বাসা, মা গো ! থেকে বনের মাঝে বাঘের সঙ্গে বাদ করে মা ! কদিন চলে ? বলে যারা জবরদস্ত, তাদের ঘরে লাতের গন্ত, মা গো ! যেন মস্তপদের মানুষ হয়ে, হেলিডের পদ নাহি টলে । বাঙল। দেশের কর্তা যিনি, কুটি কুটি ফেরেন তিনি, মা গো ! তাই দেখে শুনে তয় পেয়ে মা ! কত লোকে কত বলে। কেহ বলে অংশধারী, কেহ বলে ধ্বংসকারী, মা গো ! নিতে অত্যাচারের গুঢ়তত্ত্ব, চক্র কোরে বেড়ান ছলে । যার মনে যা উদয় হয়, সেই কথাটা সেই তো কয় মা গে} ! আমি জানি তিনি ধৰ্ম্মময়,