পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8及 কবিতাসংগ্ৰহ । তখন অচল হোঁয়ে, পড়ে ভূমিতল । দে জল দে জল বাবা, দে জল দে জল । জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দ্ধে জল দে জল । জল বিনা জলাশয়ে, মরে জলচর । কেমনে বঁাচিরে বল, স্থলবাসী নর ? পশু পক্ষী আদি করি, ভূচর খেচর । একেবারে সকলেরি, দহে কলেবর ॥ শীতল হইবে বোলে, যদি যাই বনে । , বনের বিরহে তথা, সুখ নাহি মনে ॥ তরুতলে তাপ দেয়, মায়ারূপা ছায়া । উপরে তপন বধে, নীচে তার জায়া ॥ হাবা হোয়ে ছুটি বাবা, দেখে দাবানল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ বাঘ হোল রাগহত, তাগ নাই তার। শিকার স্বীকার নাই, শিকারে বিকার ॥ ভাব দেখে বোধ হয়, হইয়াছে স্মৃগি । তার কাছে গুয়ে আছে, মৃগ অীর মৃগী ॥