পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş88 কবিতাসংগ্ৰহ । আকাশে না শুনি আর, সলিলের নাম । বিরস হইল গাছে, রসময় জাম ॥ শুখায়ে সকল শাখা, ঝড়ে হৈল ভাঙ্গ । কালরূপ ঘুচে তার, হইয়াছে রাঙ্গ ॥ নারিকেল শুখাইল, হোয়ে জলহার। বেতাল হইয়া তাল, শাসে যায় মারা । কোষেতে ধরেছে দোষ, জল না পাইয়া । কাটাল হইল জেঠী, এ চড়ে পাকিয় ॥ জল বিনা মধুহীন, হোলে মধুফল। দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদের বল। দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ یہ--سے ہ سنسس• হইলে মধ্যাহূ কার্ল, কি প্রমাদ ঘটে। জীবন শুখাতে থাকে, কলেবর ঘটে ৷ ছট ফট লুটালুটি, এপাশ ওপাশ । আই ঢাই করে খাই, পাখীর বাতাস ৷ পাখার পবনে প্রাণ, কত যায় রাখা । বোধ হয় সে বাতাসে, হুতাশনমাখা । নিদারুণ নিদাঘেতে, নাহি পরিত্রাণ । জগতের প্রাণ নাশে, জগতের প্রাণু ।