পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te কবিতাসংগ্ৰহ । * শিবেরে ঠেকায়ে কলা, কলা জাগে চীর । খপ করে তুলে নিয়ে, গপ করে খায় । ভূতপালে ফেলে দিয়া, নিজ পেট পালে । কোষ ধরে ঢক্‌ ঢক্‌, জল ঢালে গালে ৷ না ছুতে না ছুতে ফুল, আগে চায় ফল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ একেবারে মারা যায়, যত চাপদেড়ে । হাস ফাস করে যত, প্যাজখেগে নেড়ে ॥ বিশেষতঃ পাকা দাড়ি, পেটমোটা ভুড়ে । রৌদ্র গিয়া পেটে ঢোকে, নেড়া মাথা ফুড়ে ॥ কাজি, কোল্লা, মিয়া মোল্লা, দাড়িপাল্লা ধরি । কাছাখোল্লা, তোবাভাল্লা, বলে আল্লা মরি ॥ দাড়ি বোয়ে ঘাম পড়ে, বুক যায় ভেসে । বৃষ্টি জল পেয়ে যেন, ফুটিয়াছে কেশে ॥ বদনে ভরিছে স্বধু, বদনার নল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷