পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ○○> হায় হায় কার কাছে, করি বল খেদ । যায় ধৰ্ম্ম একি কৰ্ম্ম, হয় মৰ্ম্মভেদ ॥ স্ত্রী পুরুষ উভয়ের ঘটেছে বিচ্ছেদ । - নিদাঘ নাস্তিক ব্যাটা, লুপ্ত করে বেদ ॥ সধবা হইল যেন, বিধবার প্রায় । কেহ আর অলঙ্কার, নাহি রাখে গায় ॥ সদাই চঞ্চল মন, বস্ত্র খুলে থাকে। ইচ্ছা করে অঞ্চলেরে, অঞ্চলে না রাখে ॥ আগে ভাগে খুলে ফেলে, বালা আর মল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷

কোথায় বরুণ হায়, কোথায় বরুণ । বরুণ করুণ হোয়ে, সাগর ভরুন ॥ লুকায়ে দারুণ ভাব, অরুণ সরুন । এখনি নিদয় গ্রীষ্ম মরুন মরুন ॥ ঘন ক্ৰন, ঘন দল, চরুন চরুন । জীবের সকল দুখ, হরুন হরুন ॥ অবনীর উপকার, করুন করুন । গ্রীষ্মনাশে রণ অস্ত্র ধরুন ধরুন ॥