পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t8 কবিতাসংগ্রহ। चन्नसांद्र ५कि शांद्र, नांश् िमांज्ज बांब्रिथांब्रl, ভাল ধারা ধরে ধারাধর। । করিতেছে সমীরণ, হুতাশন বরিষণ, পুড়ে যায় ধরা ধরাধর । মরে যত জলচর, নদনদী সরোবর, শুখাইল যত জলাশয় । হয় একি অপরূপ, অনলে পুরিল কুপ, পাক মাত্র কিছু নাহি রয় ॥ ধ্যান করি জলদেরে, জলদেরে জলদেরে, হাজল যোজল শুধু কয় । হোয়ে চাতকের মত, পাতক ভূগিছে কত, মানবাদি প্রাণী সমুদয় ॥ ফুটফাটা হোলো ঘাট, চেলাকাট যেন মাঠ, ছাট বাট সকল সমান । শমন-তাতের তাতে, " একেবারে সব তাতে, তাতে আর নাহি রয় প্রাণ ॥ বরষায় খেলে হুলি, পবন উড়ায়ে ধূলি, দশদিক করে অন্ধকার । দ্বার দিয়ে ঘরে রয়, দিবসে বাহির হয়, এ প্রকার সাধ্য আছে কার ? ' কিবা ধনী কিবা দীন, একভাবে কাটে দিন, ক্ষীণ হীন মলিন সবাই ।