পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। ১৬১ নিরস্তুর খায় সোদা, ষ্ট্রোদা মুখে লাগে বোদ, বিবিদেয় বিদরে হৃদয় ॥ কেরাণী আমল। জার, ৰাজারের সরকার, । ৰত যত ব্যবসায়ীগণ । এক দশা সবাকার, শরীর বহেনা অার, নিজ নিজ কৰ্ম্মে নাহি মন । পড়ু দ্বার রুদ্ধ পাঠ, হাটুরে না করে হাট, ভিখারী না ভিক্ষা নিতে যায়। পথিকের গতিহীন, তরুতলে কাটে দিন, পোড়ে থাকে যথায় তথায় । গ্রীষ্মের ভীষণ ভোগ, যোগীর ভাঙ্গিল যোগ, উড়ে যায় তৃণের কুটীর। তাপে তপ্ত তপোবন, ত্যক্ত সব তপোধন, জপে তপে মন নহে স্থির ॥ যাহা হোতে জন্ম যার, সেই ধরে ধৰ্ম্ম তার, । কিসে তবে হইবে নিস্তার ? সমীরণে হুতাশন, হুতাশনে সমীরণ, ' জলে করে অনল বিহার ॥ কাননের পতৃগণ, এতদূর জালাতন, সমভাবে শাস্তিগুণ ধরে । যে যাহার হয় ভক্ষ্য, তার প্রতি নাহি লক্ষ্য, পরস্পর হিংসা নাহি করে ॥