পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । ১৬৭ ভন ভন্‌ ফন্‌ ফন, মশকের ধ্বনি । কত রূপ নবরূপ, অপরূপ গণি ॥ শশধর জর জর, জলপ্পুর-রবে । তারা যারা পতিহার, কাদে তার সবে ॥ চকোরিণী অভাগিনী, হাহারব মুখে । কুমুদিনী বিষাদিনী, লুকাইল দুখে ॥ ররষার অধিকার, হইল গগনে। হাস্যমুখ মহা স্থখ, সংযোগীর মনে ॥ ঘন জলে মন জলে, ৰ্যাকুল সকলে । বছে নীর বিরহীর, নয়নযুগলে ৷ সুবৃষ্টি। হইল সুধার বৃষ্টি, শীতল করিল হষ্টি, - সন্তাপ প্রতাপ হৈল শেষ । স্নিগ্ধ কর বরিষণে, মৃদুমন্দ সমীরণে, ঘুচে গেল শরীরের ক্লেশ ॥ নীলরুচি নীলধর, শোভাকর মনোহর, নম্নন-প্রফুল্লকর অতি ।