পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষার ঝড়বৃষ্টি। मtठाउँ ०ी छूमन ! ঘটা ঘোর, করে শোর, ঘন ঘোর, রবে । শুনি চিত, চমকিত, বিচলিত, সবে ॥ ঝন ঝন্‌, ফণ ফণ, সন সন, ঝড়ে । তরুচয়, স্থির নয়, বোধ হয়, পড়ে ॥ বিজলীর, কি মিহির, যেন তীর, ছোটে । ঝড় ছাট, ভাঙে হাট, মালসাট, চোটে ॥ বহে বাত, ছাত ছাত, শিলাপাত, সঙ্গে । বোধ হয়, করে লয়, সমুদয়, বঙ্গে ॥ করে রব, কলরব, ধরে সব, রঙ্গে । নদী নদ, পেয়ে পদ, গদ গদ, অঙ্গে } হেউ হেউ, করে ঢেউ, যেন ফেউ, ডাকে। অবিকল, কল কল, ঘোর জল, পাকে ॥ তদুপরি, যত তরী, নৃত্য করি, যায়। প্রেমিকের, হৃদয়ের, আশয়ের, প্রায় ॥ রাজহাস, কি উল্লাস, অভিলাষ, পূরে। অহরহ, যত দহ, হংসী সহ, ঘুরে ॥