পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । মনে আছে প্রেম আটা, মাখিয়া বেলের আটা, জুড়ে দেয় সোনালি রূপালি ॥ সবে বলে সাজ সাজা, জানেন শেষের মজা, সঙ সেজে কত রঙ করে । কি বাজনা বাজাতেছ, কারে সাজ সাজাতেছ, ঢুকিয়া সংসার-সাজঘরে ? আপনার চক্ষু নাই, অন্ধকারে থেকে ভাই, তুমি কর কার চক্ষুদান ? আপনি না হোয়ে স্থায়ী, কারে কর জলশায়ী, নিজ করে করিয়া নিৰ্ম্মাণ ? ধর ধর তুলি ধর, কর কর পূজা কর, হর হর বল জীবচয় . গোড়ে পূজ শিবা শিব, তবে জীব পাবে শিব, মনে যদি স্থির প্রেম রয় ॥ কামনা কণ্টক কেটে, মনে রাখ ভক্তি এটে, - গল্পফেদে কল্প করা দোষ । ভক্তি সহ গাঢ় যত্নে, পরিতোষ মহীরত্নে, পূর্ণ কর হৃদয়ের কোষ । যাজক ব্ৰাহ্মণ যারা, চণ্ডীপাঠ শিখে তারা, খণ্ডিবারে জিহবার জড়ত । যজমান বড় অাট, পক্ষবৃত্তি চণ্ডীপাঠ, পাছে হয় কিঞ্চিৎ অন্যথা : >ぐ2