পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ কবিতাসংগ্ৰহ । নবমীতে করি কল্প, ক্রমেতে উদ্যোগ অন্ন, গাল গল্প প্রতি ঘরে ঘরে । कक्षित्रि कवि नान, সাজায় বৈঠকখানা, ঘর দ্বার পরিষ্কার করে ॥ প্রকৃতির সাজ যাহা, বিকৃতি না হয় তাহা, - স্বভাবেতে আকৃতি গঠন । তুমি কর যত রূপ, কতরূপ তার রূপ, অপরূপ বিরূপ রচন | মনোহর ঘর দ্বার, মেরামতি কত তার, রঙিন করিছ ঠাই ঠাই। কিন্তু তব বাস ঘর, নাম যার কলেবর, তার আর মেরামত নাই ৷ যেই ধনী ভাগাধর, আছে অর্থ বহুতর, অনায়াসে ব্যা করে ধন । দান কার্য্যে সদ। রত, এখন সম্পদহত, দুর্গ তার দুর্গের কারণ ॥ পোড়ে ঘোরতর দুর্গে, ডাকে সদা দুর্গে দুর্গে, ভাগ্যে তার নাহি শুভ ফল । নাহি তার ধুমধাম, অবিশ্রাম অষ্ট যাম, কেবল নয়নে ঝরে জল । বৃত্তিসাধ বিপ্ৰগণ, লোভেতে চঞ্চল মন, স্নান পূজ। কিছু নাই আর ।