পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। সহরের লোক যত, তাদের উল্লাস কত, সুখের আমোদে সদা রত। বাবু সবে ঘোর গর্জি, বাড়ীতে আনিয়া দর্জি, পোসাক করিছে কত মত ॥ సి) কারপেট ঢাকে সেট, কারপেট কারপেট । কারুকৰ্ম্ম তাহে বাছা বাছা । স্বভাবের শোভা সব, তার কাছে পরাভব, কৃত্রিম হয়েছে যেন সঁচা ॥ বান্ধবের গড়াগড়ি, তিনদিন ছড়া ছড়ি, . লেবেণ্ডর গোলাপ আতর । আর আর দ্রব্য যাহা, ফুটে না লিখিব তাহা, ব্যয়কল্পে না হন কাতর ॥ বিরহিণী নারী যারা, নিয়ত নয়নে ধারা, তারা শুদ্ধ তারা তারা বলে। কিসে মন হবে শাস্ত, কতক্ষণে পাবে কান্ত, বিচ্ছেদ অনলে মন জলে ৷ হইবে পতির স্বয়া, মানে কত পান গুয়া, o করিবেক প্রেমের অধীন। সুগের আশ্বিন মাসে, প্রবাসী আসিবে বাসে, সুবচনী দিবেন তুদিন ॥ বিদেশী কলমপেষা, সকলের এক নেশা, পরস্পর কয় এই কথা ।