পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । ১৯৩ কোসে দাড় টান দাড়ি, দিনে দিনে দিয়ে পাড়ি, চাল তরি ত্বরায় করিয়া । যত শীঘ্ৰ লয়ে যাবে, অধিক বক্সিস পাবে, ভাড়া দিব দ্বিগুণ ধরিয়া ॥ বদর বদর গাজি, মুখে সদা বলে মাজি, ঠেলে ধজি গায়ে যত জোর । গঙ্গে বড় একটানা, টানে গুণ গুণটানা, টানাটানি যেন কস্ত চোর ॥ লেগেছে বাড়ীর ধূম, বাবুর না হয় ঘুম, ' খোসে গেল মনের কপাট । বাড়দূের আর নাই, চল চল মাঝি ভাই, ওই দেখ দেখা যায় ঘাট ॥ থাকিতে কিঞ্চিৎ দূর, বাড়িল অধিক ভুর, চালের উপরে, গিয়া চড়ে। থর থর কাপে কায়, না লাগাতে কিনারায়, ইচ্ছা হয় বাপ দিয়া পড়ে ॥ যায় উজানের যান, যায় উজানের যান, মুখ নাড়ে অজগর প্রায় । ভাটি যেন ছোটে কল, কল কল কাটে জল, আরোহিরা চন্দ্র হাতে পায় ॥ গোড়ে পোড়ে নদী ছেয়ে, সারি সারি যায় বেয়ে, দাড়ে হয় শব্দ ঝুপ কুপ। » ፃ