পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసిల কবিতাসংগ্রহ। তোমার শ্বাশুড়ী গিল্লি, মেনেছে পীরের সিন্নি, সন্তানের আসিবার তরে ॥ স্বর তরঙ্গিণী জলে, * * দলে, পরম্পরে বলে সমাচার । ঘরে রেখে ছেলে পুলে, কর্তাট রহিল ভুলে,আসিবার নাম নাই অার ॥ যত ছেলে ঘরে ঘয়ে, ভাল খায় ভাল পরে, দেখে শুনে কঁদে সব তারা । ভেবে ভেবে তনু কালী, রাগে দিই গালাগালি, ধার করে কত হব সারা । কেহ বলে অতি গাদা, তোমার চাটুয্যা দাদা, ঘরে থেকে করে খিটিমিটি । প্রবাসে যাইলে পরে, তত্ত্ব আর নাহি করে, এক মাস লেপ্পে নাই চিটি ॥ সেজোবের কচি ছেলে, এক দণ্ড তারে ফেলে, কোন মতে যেতে নাহি পারি। বছরের শুভ দিন, দুঃখে হয় দেহ ক্ষীণ, বিধাতা করিল কেন নারী ॥ কেহ কহে দিদি ওর, কেমন কপাল জোর, মরি কিবা সোনার সংসার। অহঙ্কারে মরে রাড়ী, সকলে এসেছে বাড়ী, জিনিস এনেছে ভরে ভার ॥ -