পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* g ৯৮ কবিতাসংগ্রহ। ভবনে যাবার তরে, পবনের বেগ ধরে, মাথার উপরে জুতো তোলে। স্নান পূজা কেবা করে, কোচড়ে জলপান ভরে, যেতে যেতে খেতে খেতে ছোটে। দুই তিন ক্রোশ গিয়া, গুজুকে জাগুণ দিয়া, দম মেয়ে ধরাতলে লোটে ॥ গ্রামের নিকটে এলে, হেলে বাদসার হেলে, এক পদে চলে দশ পদ। কাকে বুলি রুকোকেশ, গোদাগার মত বেশ, যেন কত খাইয়াছে মদ ॥ অপরূপ ভাব তথা, कि कद ज्ञश्छ कश, নারীগণ দেখে যদি মুটে । বুকের বসন খোলা, প্রেমভাবে হয়ে ভোলা, তাড়াতাড়ী বাড়ী যায় ছুটে । ভিজে চুল ভিজে খোপ, মুখে করে কত চোপ, পুত্রে বলে পতির উদেশে। এসেছে অমুক রায়, জিজ্ঞাসা করিয়া আয়, বাবা কেন এলোনাকো দেশে ॥ এইরূপ সবাকার, আননোর নাহি পার, প্রেমপূর্ণ সকলের মনে। খেদে নন্থে মন স্থির, কেবল বহিছে নীর, বিয়োগীর যুগল নয়নে।