পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ২২৭ এ দেশের প্রজা সব, ঐক্য হয়ে স্বথে । রাজার মঙ্গল গীত, গান কর মুখে । ধন্য চিপ কমা গুfর, ধন্য দেও লর্ডে । ইংরাজের র্যাঙ্ক বাড়ে, থ্যাঙ্ক দেও গড়ে । , গণ্য বটে সৈন্যগণ, ধন্য দেওতায় । , লর্ডের রহিল মান, গডের রূপায়। : সদয় সমরকল্পে, বিভু দয়াময়। গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয় । শতলজ পার হলো, শক্ৰ সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ব্রিটসের জয় । দ্বিতীয় যুদ্ধ । ভারতের অবোধ, দুৰ্ব্বল লোক যত । ডাল ভাত মাচ খেয়ে, নিদ্রা যাবে কত ? পেটে খেলে পিটে সয়, এই বাক্য ধর । রাজার সাহায্য হেতু, রণসজ্জা কর । লাহোরের শীক সেন, শক্ত অতিশয় । এখন আলস্ত করা, সমুচিত নয় ॥ কেহ খড়গ, কেহ ঢাল, কেহ যষ্টি লও। যাহার যেমন সাধ্য, সেইরূপ হওঁ ।