পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । , শুকাইল রাঙামুখ, ' ইংরাজের এত দুখ, ফাটে বুক হায় হায় হায়! চারিদিকে গুলি গোলা, কোথা পাবে দান ছোলা, অশ্ব র্কাদে সেনা-মুখ চেয়ে । থেকে থেকে লাফ পাড়ে, চিহি চিহি ডাক ছাড়ে, বঁাচে সুধু দড়ী গোজ খেয়ে ॥ পাহাড়ে সেনার বাস, সেখানে যে আছে ঘাস, চরে খেতে সোরে পড়ে পদ ॥ নিশির শিশির দুষ্ট, দিবসে তপন রুষ্ট, বিধিমতে বিষম বিপদ ॥ ফলে কিছু নহে অন্য, নিশ্চয় মরণ জন্য, উঠিয়াছে পিপীড়ার ডেনা । যবনের যত বংশ, একেবারে হবে ধ্বংস, - সাজিয়াছে কোম্পানির সেনা । ছুটিবে যখন গুলি, উটিবে আকাশে ধূলি, ফুটিবে বিপক্ষ বুকে শূল । লুটিবে ঘোড়ার পায়, কুটিবে শরীর তায়, টুটিবে সকল দেড়েকুল । জলেছে গুবণর ক্রোধে, বলিছে বিষম বোধে, চলেছে সাসুজ। ছল করে । ফলেছে কামনা ফল, চলিছে সেনার দল, টলিছে পৃথিবী পদভরে ॥ २> ミ8う。