পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ(t8 . কবিতাসংগ্ৰন্থ। ৰিম্বাদ বিষম বায়ু, বহিলে তখায়। ক্ষণমাত্ৰে সৰ্ব্ব শোক্তা, লুপ্ত হোয়ে যায়। তৃণ, দল, পুষ্প, ফল, প্রাপ্ত মলিনতা । শুষ্ক হয় ললিত, লাবণ্যরূপ লতা ॥ রাগরূপ খরতর, দিনকর-করে। বদন বিপিন-শোভা, একেবারে হরে ॥ নয়ন নিকুঞ্জপুরে, জলে দাবানল। দগ্ধ করে চতুর্দিক, হইয় প্রবল । এই রূপ বিবিধ, বিষমভাব যোগে । ज्रानन स्रफेरीौ-6शाङ, छठे रुग्न ¢उां८१ ।। ফলে যবে মুখ সমীরণ বহে তথা । মধুর মাধুৰ্য্য মাত্র, শোভিত সৰ্ব্বথা ॥ প্রফুল্ল নয়নকুঞ্জে, পলক পল্লব। চঞ্চল পুতলি যেন, কুসুমবল্লভ। গগুযোগে বিকসিত, হয় কোকনদ । সঞ্চারিত রসরূপে, সুরূপ সম্পদ ॥ হাসির হিল্লোল উঠে, অধর পুষ্করে । দশন হংসের শ্রেণী, সুখেতে বিহরে ॥ হায়ুরে বিচিত্র ভাব, বলিহারি যাই । এমন মধুর বুঝি, আর কিছু নাই ॥ দেখ হে রসিকগণ রমণী-বদনে । হাসির মাধুর্য কত, প্রণয় মিলনে ॥