পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । 文?G বলিতে বচন নাই; সে রস মুরস ।. প্রমোজ- পক্ষোধি-জলে, নিমগ্ন মানস । আর দেখ মালিনী, বিনোদ বিস্বাধরে । হাস্য যোগে কত জস, রসিকে বিতরে ॥ যেমন বরষাকালে, মেধাবৃত জিব । অকস্মাৎ সূর্ব্যোঙ্গয়ে, সুখোদয় কিবা | অথবা শিশিরকালে, ফুল্ল শতদল । মধুপানে মহাসুখী, মধুকরদল । গর্ভজ-প্রফুল্ল মুখপদ্ম বিলোকনে। অতুল আনন্দ উঠে, জননীর মনে ॥ মৃদু মৃদু হালি মুখে, অমৃত বচনে । স্নেহরসে অভিষিক্ত, অধর চুম্বনে ॥ হায়রে বাৎসল্যরস-প্রকাশিনী হাসি । সরলতা তোর গুণে, হইয়াছে দাসী ॥ আর এক হাস্য শোভা, ভাবুক-বদনে । চঞ্চল চপলা দিশি, শোভিত সঘনে ॥ অথবা গগনে ধেন, নক্ষত্র সম্পাত । অচির উজ্জল দীপ্তি, ক্ষরে অকস্মাত । এই আছে এই নাই, এই আরবার। কতরূপ অপরূপ, ভাবের সঞ্চার । অপর মধুৰ হাসি, সাধুর অধরে । পদ্মরাগমণি সম, স্নিগ্ধ আভা ধরে ।