পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ&ー。 কবিতাসংগ্রহ } কি বলিয়া দেব-দেব বলে হে ? তুল্যবোধ রাগারাগ, স্তবে নাছি অনুরাগ, কুবাক্যে না করে রাগ, ভালমন কিছু নাহি জানে হে । শ্মশানে মশানে যায়, ভূত-প্ৰেত সঙ্গে ধায়, ছাইভষ্ম মাখে গায়, । কঁাদে হাসে হরিগুণ গানে হে ॥ রাণী যত বাণী ভাষে, মনের অাক্ষেপ নাশে, অদ্রিনাথ শুনে হাসে, অবিদ্যার অবজ্ঞা ঈশানে ছে । প্রভাবে প্রকাশ দিবা, এক আত্ম। শিবশিবা, রাণী তা বুঝিৰে কিবা, সারমৰ্ম্ম বেদে নাহি জানে হে । সমবোধ শিবাশিব, যার নামে তরে জীব, জামাত সে সদাশিব, মহামান্ত দেব অগ্রভাগে হে । হেসে কহে গিরিবর, মেনকা বচন ধর শিবনিন্দ। তবে কর, দক্ষযজ্ঞ মনে কর আগে হে ।