পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e কবিতাসংগ্রহ। পৌষমান৷ পড়া পার্থী, দরিদ্রের ধন ৷ সাবধানে রাখি কত, করিয়া যতন । পোড়া লোকে পাপচক্ষে, দৃষ্টি করে তারে । আর আমি কোনমতে, দেখাবন কারে । প্রণয়ের প্রথম চম্বন । প্রণয় মুখের সার, প্রথম চুম্বন । অপার আনন্দপ্রদ, প্রেমিকের ধন ॥ আছে বটে অমৃত, অমরাবতী পুরে । cপ্রমোদিত করে যাহে, যত সব স্বরে ॥ উথলয় মুখসিন্ধু, পানে এক বিন্দু। যার আশে গ্রাসে রাহু, পূর্ণিমার ইন্দু ॥ সে ক্ষুধার স্বধা মাত্র, নাহি একক্ষণ । যদি পাই প্রণয়ের, প্রথম চুম্বন ৷ অশূরের প্রিয় পেয়, স্বর্যরস মাত্র । রসন সরস গাত্র, পরশিলে পাত্র । যার লাগি হলো ধ্বংস, যদুবংশগণ । স্বভাবে অভাব সদা, রেবতীরমণ ॥