পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। আগে মন ছলিয়াছে, শেষে সত্য বলিয়াছে, গলিয়াছে স্নেহ রস নিয়া। মম ভাবে কাদিয়াছে, কত ছাদ ছাদিয়াছে, বাধিয়াছে প্রেম ডুরি দিয়া ॥ দেখিয়াছি যত ক্ষণ, কত মুখ তত ক্ষণ, প্রণয়ের নানা ফাঁদ ফেদে । এখন নাহিকে দেখে, কি ফল জীবন রেখে, থেকে থেকে প্রাণ উঠে কেঁদে ॥ আমারে বিনয় করি, দুটা হাতে হাতে ধরি, দেখা যায় ওই যায় চোলে । রাহু তার বাক্য আসি, ধৈর্য্যশশী গেল গ্রাসি, হাসি হাসি আসি আসি বোলে। হাসি হাসি আসি বলে, শুনে ভাসি অাখিজলে, এসে এসে কোন মুখে বলি। নিষেধ করিব উঠে; দেখে নাহি মুখ ফুটে, মনের আগুনে শুদ্ধ জলি । তদবধি আমি নই, আমি আর কারে কই, আমি আমি কব আর কারে ? সে যদি আমার হয়, আমারে আমার কয়, আমার কহিব আমি তারে । সে দিন পাইব কবে, কবে বা মঙ্গল হবে, অমঙ্গল কপালে আমার ।

ፃ¢