পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । $b'9 ভাব, চিন্তা, প্রেম, রস, আদি বহুতর। সমুদয় চিত্রকরে, কবি চিত্রকর । পটুয়ার চিত্র ক্রমে, রূপান্তর হয়। কবি-চিত্র কি বা চিত্র, বিনাশের নয় | পটুয়ায় লেখে কত, হাত, মুখ, পদ । কবি চিত্রকর লেখে, শুধু মাত্র পদ ॥ পদে পদে সেই পদে, কত হাত মুখ । বিলোকনে বিয়োগির, দূর হয় দুখ ৷ কবির বর্ণনে দেখি, ঈশ্বরীয় লীলা । ভাবনীরে স্নান করি, দ্রব হয় শিলা । তুল্যরূপে দৃষ্ট হয়, ধন আর বন। ভাবরসে মুগ্ধ করে, ভাবুকের মন । রসিক জনের আর, নাহি থাকে ক্ষুধ । প্রতি পদে বর্ণে বর্ণে, কর্ণে যায় সুধা ॥ জগতের মনোইর, ধন্য ভাই কৰি । ইচ্ছা হয় হৃদিপটে, লিখি তোর ছবি ।