পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত। ৬৭ बलिङ्ग छुछ विश्वान कब्रिहउन । भूथाभूशी इहेब बांग्लशंद्र नष्क्र বচসা করিতেন। কখন বাপের আদর খাইবার জন্য কোলে বসিতে যাইতেন, আপনি ৰাপকে কত আদর করিতেন— উত্তর না পাইলে কঁাদাকাটা বাধাইতেন। বলিতে কি, ওঁহির ঈশ্বরে গাঢ় পুত্রবৎ আকৃত্রিম প্রেম দেখিয়া চক্ষের জল রাখা যায় না। অনেক সময়েই দেখিতে পাই, যে মূৰ্ত্তিমান ঈশ্বর সম্মুখে পাইতেছেন না, কথার উত্তৰু পাইতেছেন না বলিয়া, তাহার অসহ্য যন্ত্রণা হইতেছে, বাপকে বকিয়া ফাটাইয়া দিতেছেন। বাপ নিরাকার নিগুৰ্ণ চৈতন্য মাত্র, সাক্ষাৎ মূৰ্ত্তিমান বাপ নহেন, এ কথা মনে করিতেও অনেক সময়ে कठे श्ङ । * কাতর কিঙ্কর আমি, তোমার সন্তান । আমার জনক তুমি, সবার প্রধান। বার বার ডাকিতেছি, কোথা ভগবান । একবার তাহে তুমি, নাহি দাও কান্‌ ৷ সৰ্ব্বদিকে সৰ্ব্বলোকে, কত কথা কয়। শ্রবণে সে সব রব, প্রবেশ না হয় ॥ স্থায় হায় কব কায়, ঘটিল কি জালা। জগতের পিতা হোরে, তুমি হলে কাল ॥

  • এই সংগ্রহের ৫৯ পৃষ্ঠার কবিতাটি পাঠ কর।