পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । कैॉब्रिॐब्रि बछ्ठद्र, দৃপ্ত বটে মনোহর; কলে বদ্ধ কলেবর, দেই বারে কয় । সে কল বিকল হবে, তুমি নাহি তুমি রবে তুমি রব রবে রবে, কবে লোৰচয় । জুনিয়ার মাঝে বাৰা কিছু কিছু ময় ॥ রমণী-বচন মদ, পান মান্ত্রে গদগদ, তুচ্ছ করি ব্রহ্মপদ, “প্রফুল্লহৃদয় । অবশেষ বোধশূন্য, স্বতাবে স্বভাব ক্ষুঃg কোথ। তার থাকে পুণ্য, পাপে হয় লয় । দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয় ॥ কারে বল সুচতুর, তুমি বটে বাহাদুর, যত দেখ ভরপুর, ভরপুর নয় । সুখ লাত করিবার; বস্তু নয় পরিবার, দুখে কাল হরিবার, হেতু সমুদয় । জুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয় ॥ হিসাবের পথ সোজা, ঠিকে কেন দেহ গোজ, সহজেই যায় বোকা, ভার বোঝা নয় । তব-ভ্রম পরিহরি, । মুখে বল হরি ছরি, কৃতান্তকুঞ্জর হরি, কুরি দয়াময় ॥