পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৫ ) উচ্চারিত হইয় থাকে। ১১শ পদটী * অtউ ”—অর্থ আর ; এবং ইহাfর অপভ্রংশ ৰোধ হয় । ১২শ পদটী ইতিপূৰ্ব্বে সমালোচিড থিলে শব্দের পুল্লৰুক্তি মাত্র । ১৩শ পদ “ সে বিষয়রে,— ইহাতে কেবল অধিকরণ কারক-fচহ্নগত রে অক্ষরেই ঘৈলক্ষণ্য। দক্ষিণে অধিকরণ কারকে রে এ উভয়ই ব্যবহৃত হয় ; বিশুদ্ধ বাঙ্গালায় তোমারে কি বলিল, এই বাক্যটীতে যে ‘রে চিহ্নদেখা যাইৰতছে তাছাকে এখন কৰ্ম্ম-কারকের চিহ্ন মধুে পরিগণিত করে ; আবার *" তোমারে করিতে হই”ি এরূপও প্রয়োগ করে; সুতরাং এরূপ বলা যাইতে পারে যে, কারকের চিহ্নগত বিশেষ নিয়ম নাই ; দক্ষিণাঞ্চলের লোকের অধিকরণে এর পরিবর্তে অনেক স্থলে রেই ব্যবহার করে । কিন্তু উড়িয়া বত্রিশসিংহাসনের রচয়িতা অধিকরণ কারকে, রে চিহ্ন স্থলে, • এই ’ ব্যবহার করিয়া গিয়াছেন । ১৪শ পদটী “ সোমঙ্কয় ”—অর্থ সে সকলের ; ইহারও সমালোচনা পূর্বেই করা গিয়াছে। ১৫শ, মহি-অর্থ নাই, ও ইহারি অপভ্রংশ ; এস্থলে কেবল চন্দ্রবিন্দু ও হি এই উভয়ে প্রভেদ মাত্র । উপরে জীবনচরিত হইতে যে পরিচ্ছেদটী উদ্ধত করিয়া সমালোচিত হইল, ঐ পরিচ্ছেদটীতে, এক্ষণে বিশুদ্ধ বাঙ্গালীয় যে সকল শব্দ শুমা যায় না এরূপ কয়েকী অগভষ্ট ও অশ্রাব্য শব্দ আছে বটে ; কিন্তু যিনি ঐ সকলের সমালোচনা মনোযোগ পুর্বক পাঠ কবি