পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) তুমি কর, সে করের ; উত্তরে রংপুর দিনাজপুর প্রদেশে মু কারা, তুই করেক, সে করেক ; এবং উলুবেডিয়ার-দক্ষিণে সুবর্ণরেখ পর্য্যন্ত আবার অন্যরূপ প্রয়োগ দেখা যায় , যথা মু করি বঠ ; তুমি কর বঠ, সে বা তিনি কর বঠম । অল্যান্য ধাতুতেও সৰ্ব্বত্র এইরূপ ぜびさw I অনুজ্ঞাতে, বিশুদ্ধ বাঙ্গালায় আমি করি, তুমি কর, আপনি কৰুন, সে কৰুক, এইরূপ প্রয়োগ হয় । দক্ষিণে আম্ভে কৰু, তুস্তে কর, সে করম্ভ, ইত্যাকার প্রয়োগ- হইয়া থাকে । এস্থলে মধ্যম পুৰুষের পদ উভয়ত্র সমান; উত্তম ও প্রথম পুৰুষে অtংশিক বিভিন্নত। অন্যান্য ভাগেও এইরূপ বিভিন্নত দেখা যায়; যথা, যশোর প্রদেশে আপনি কৰুক কুন ; ছিলেট প্রদেশে তুমি করিল তু, রংপুর প্রদেশে তুমি করাহক ইত্যাদি । আর আর সকল ধাতুতেও এইরূপ ভেদ হইয় থাকে। অতীতকাল—এই কালে বিশুদ্ধ বাঙ্গালায় করিয়াছিলাম, করিয়াছিলে, করিয়াছিল এইরূপ প্রয়োগ হয় । উৎকলে আস্তে করিথিলু তুম্ভে করিথিল, সে করিখিলে: এইরূপ হইয়া থাকে। পূর্ব পদ করি সকল কালেই সকল পুৰুষে সমান ; পর পদেরই কেবল একতা-ভাৰ নাই ; ছ স্থলে, থ এইরূপ ভেদ দেখা যাইতেছে । ছ স্থানে কিরূপে থ হইয়া আসিয়াছে ইছ। পুৰ্ব্বে সমালোচিত হইয়াছে। এইরূপ যৎসামান্য ভেদ পূৰ্ব্বোক্ত, সীমান্তৰ্ব্বৰ্ত্তি স্থানের অনেক স্থলেও দেখা যায় । যথা