পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &t ) যে, উচ্চ পদস্থ কৰ্ম্মচারীরাও বাঙ্গালাকে অপভ্রষ্ট করিতে না দিয়া আসামেও উহার প্রবর্তন কfরয়াছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, যেখানে বাঙ্গালী ভাষা অপেক্ষাকৃত অধিক উজ্জ্বল জ্যোতির সহিত বিরাজিত, সেই দক্ষিণে উছ, কতক গুলি অদূরদর্শী ব্যক্তিদিগের অবিবেক অসিতে ছিন্ন ভিন্ন হইয়া নষ্ট হইতেছে। মিসনরীর আমাদের পরম বন্ধু বটেন ; উভূকলবাসী কতক গুলি মিসমরী সাহেব উত্কল ভাষায় নানা পুস্তক প্রচার করিতেছেন ; কিন্তু তাহার স্ব স্ব পুস্তকে বিশুদ্ধ বাঙ্গীলা ভাষাকে নাশ করিয়া উড়িয়া মামে যে স্বতন্ত্র ভাষায় পুস্তক প্রকাশ করিতেছেন ইছ অতীব দুঃখের বিষয় । এক জন মিসনর সাহেব স্বীয় বত্রিশ সিংহাসনের বিজ্ঞাপনে প্রকৃত উড়িয় শব্দ ব্যবহার কfরবেন বলিয়া ভাজন স্থানে ভার্জম, স্মরণ-মুমরণ ও স্মরণা, সাত্তিক-সাত্ত ক্য, সাম্রাজ্য-সামরাজ্য, বাৰ্ত্ত—বারত, দর্শন—দ্রশন ইত্যাদি শব্দ প্রয়োগ করিয়া বিশুদ্ধ বাঙ্গালাকে কি বিনাশ করিতেছেন না ! বুঝিতে লt পারিয়া আপনাদের মাতৃভাষাকে এরূপে বিনষ্ট করিতে দেওয়া দক্ষিণাঞ্চলীয়দিগের কোন রূপেই উচিত লছে, এবং স্ব স্ব কৃতজ্ঞতা নিবন্ধুস নিরপরাধিনী বহুগুণশালিনী বন্ধুমাতার বিনাশ সাধনে সহায়ত করাও দক্ষিণাঞ্চলের বন্ধুদিগের উচিত নহে ।