পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) করিয়া দেখিলে মুস্পষ্ট বোধ ছইবে বাঙ্গালীর সহিত উছাদের সম্পর্ণ সোসাদৃশ্য আছে। ফলতঃ উহার বাঙ্গাল অক্ষরের অপভ্রংশ। যে কারণে উড়িয়া-অক্ষর সকলের বtঙ্গাল অক্ষর ছইতে আপাততঃ কিঞ্চিৎ ভেদ ভাব লক্ষিত হয় তাহার বিষয় নিম্নে বিস্তুত হইতেছে । পূৰ্ব্বে বঙ্গদেশ-বাসীরা তেড়েট ও তালপত্রে লেখা পড়া করিতেন। উড়িষ্য-বাসীর পূর্বের ন্যায় এখন পৰ্য্যন্ত কেবল তালপত্রই ব্যবহার করিয়া আসিতেছেন । বtঙ্গালীর ঐ সকল পত্রে কালী দিয়া লেখনীতে লিখিতেন । র্তী ছাদের লেখঙ্গী বংশ শলাকা নিৰ্ম্মিত ছিল । পরে যখন কাগজ ও তুলট ব্যবহৃত হয়, সেই সময় তাহার থাকের কলম ব্যবহার করিতে তারম্ভ করেন । কিন্তু উড়িয়াদের লিখমপ্রণালী বাঙ্গালীদের লিখন প্রণালী হইতে সম্পূর্ণ পৃথক উড়িয়ার। তালপত্রে লিথিবীর সময় লেছ লেখণী ব্যবহার করিয়া থাকেন। ঐ লেছ লেখনী, পত্র কাটিবার জন্য উপরে অৰ্দ্ধচন্দ্রাকার ছুরিকাবৎ ও গুৰুভূীর বিশিষ্ট। উহার নিম্ন ভাগ সৃচ্যগ্রসম সক এবং যেস্থলে উহা দুই অঙ্গুলীতে ধৃত হয়, সেস্থানটী পুটের মত গোল । উড়িয়ার এই রূপ লৌহ লেখনী দক্ষিণ হস্তে রীতি মত ধারণ করিয়া ও বাম ছত্তের (যঙ্গ,ার লিখন পত্র স্থত হয় ) রূদ্ধাঙ্গ,ষ্ঠের শেষ পর্বের উপর তাছার ভার অপর্ণ করিয়া ভালপত্রে লিখিয়া থাকেন। এইরূপে লিখিতে গেলেই লেখনী সহজেই গোলাকার ডিম্বন্ধৎ অক্ষর প্রসব করিবে ;