পাতা:উদ্ধব সংবাদ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ধৰ সংবাদ । & য়ে মিনতি স্তুতি, এই পাতি করে দিও তার ৷ ভী গ্য ছিল ভেঙ্গে গেলে, রাধারে বৃ লে। চিকন কালে চিহ্ণিত তোমার । রাধায় প্রেম ধ fরতে, বিকায়েছি দাসখতে, নলিতে বিশখা সাক্ষি তার । রাধাঙ্গঞ্জে রজনীতে, হন্ত দিয়ে ম স্তকেতে; রাধা প্রেমে করি সত্য পণ । যেখানে সেখানে রই, জানি না ঐরাধা বই, ছাড়ানই রস বৃন্দাবন ৷ শ্ৰীদাম সুদাম আর বুজ শিশু সবাকার, সমাচার আনিবে সকল । বুঝবে ম বার মন, দেখিবে সে বৃন্দাবন, আছে কেমন বেহারের স্থল ৷ চিত্রে চিত্র রেখা আদি বুজঙ্গন গণে যদি, অভিমানে কোন কথাকয় ৷ হইয়ানা বিরুপতাহে, মনের স্বালাতে কহে, ভার সহে ভারি যেৰা হয়। এই কথা বল্য। কয়ে, উদ্ধবে বি দায় দিয়ে, চলিলেন জঞ্জার আলয় । ময়ি দিন দন্তসানে, রেখে২ খ্ৰীচরণে,স্বকরুণে জয়রাম কয় উদ্ধবের নূনঃবিনে গমন । ধুরা ; চল বৃন্দাবন খ্ৰী.াধী চরণ, দরশন)