পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե- উদ্ভিদ তত্ত্ব । ইহাদের ভিতরে ডিম্ব • আছে—অতুবীক্ষণ যন্ত্রের সাহাষ্যে তাহ দেখা যায়। ফুলের বর্ণনা পূর্ণ হইয়াছে। এইবার বেগুণ গাছের জন্ম বৃত্তাস্ত বিষয় বলিব ; উদ্ভিদের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ কাহার এবং তাছাদের সঙ্গম কিরূপে কয় তাহা এইবার বলিব। প্রথমতঃ বলা আবশুক যে উদ্ভিদের ইচ্ছা হক্টলে একস্থান হইতে অন্তস্থানে যাইতে পারে না— (ইচা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলিয়া গিয়াছেন তাহা সকলেষ্ট জানেন—কিন্তু আমি এই শব্দ– উদ্ভিদ –তদপেক্ষা প্রশস্ত অর্থে ব্যবহার করিব কারণ এমন অনেক উদ্বিদ আছে যাহারা বাস্তবিকই একস্থান হষ্টতে অন্তস্থানে যাক্টতে পারে ) স্তব - তাহাদের সঙ্গম কিরূপে হইতে পারে তাহা বলিল । পুষ্পোৎপাদনকারি উদ্ভিদদিগের - লিঙ্গায় যন্ত্রগুলি ও ফুলের ভিতরে থাকে। পূৰ্ব্ব বর্ণীত কেশর পুংলিঙ্গ এবং বীজকোষ স্ত্রীলিঙ্গ। কেশরের পরাগকোষের ভিতর পরাগ প্রস্তুত হয়—ঐ পরাগ বাহির হইয়। কোন প্রকারে শৃঙ্গদ্বারের উপর পড়িলে একপ্রকার লাঙ্গুল " স্বজন করে এবং ঐ লাঙ্গুল শৃঙ্গের ভিতর দিয়া বরাবর ডিম্বকোষাধারে প্রবেশ করে এবং তত্রস্থ কোন একটি ডিম্বকোষের অভ্যন্তরে গিয়া ডিম্বের সহিত সম্মিলিত হয়-–এবং এইরূপে উদ্ভিদন্ত্ৰণ স্বস্ট হয়। পরাগের লাঙ্গুল স্তজন এবং তাহার শুঙ্গের ভিতর দিয়া গমন ও ডিম্বের সহিত সন্মিলন খালি চক্ষে দেখা যায় না— কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় । ক্রমে এই বীজকোষ বৰ্দ্ধিত হইতে থাকে এবং ডিম্বকোষাধার ভিন্ন ইহার অন্তান্ত অংশগুলি শুকাইয়া পড়িয়া যায়। এই পক্ক ডিম্বকোষাধারেরই নাম “লেগুণ ফল” এবং উহার অভ্যন্তরস্থিত ডিম্বকোষগুলি পাকিয় “বিচি” হয়। এই বিচির ভিতর এই উদ্ভিদ– বেগুন গাছ—জন্মগ্রহণ করিয়া থাকে এবং যথাসময়ে ঐ বিচি পুতিলে উচ্চার ভিতর হইতে বাহির হইয় আসে। জীবজগতে ক্রণ পূৰ্ণবয়স্ক হইলে মাতৃগর্ভে $ 1 fav-Ovum. 는 || পুষ্পোৎপাদনকারি ëf"—Flowering plant, or phanerogam 9 footh WY—Sexual organ. s witHo-Pollen-tube.