পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । సా আর থাকে না—কিন্তু উদ্ভিদ ভ্রণ পূৰ্ণবয়স্ক হইয়াও মাতৃগর্ভে, অর্থাৎ বিচির ভিতরে বহুকাল থাকিতে পারে। ঐ বিচি অন্নকুল অবস্থায় পড়িলে, অর্থাং জল ও মাটিতে পড়িলে, উচ্চার ভিতর হইতে পূৰ্ণবয়স্ক ক্ৰণ বাহির হইয়া আসে—ইহারই নাম বীজ অঙ্কুরিত হওয়া ১ । কিন্তু এই বিচি সকল সময়েষ্ট অনুকুল অবস্থায় পড়ে না এবং যতদিন সুযোগ না হয় ততদিন ঐ পূৰ্ণবয়স্ক প্ৰণ বিচির ভিতর অপ্রকাশিতভাবে জীবিত • পাকে —অর্থাৎ, জীবিত পাকে কিন্তু জীবনের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ থাকে। পরাগপতনের ও পর কুলের অঙ্গন্ত অংশগুলি ( পুষ্পকোষ, পুষ্পপতাকা ও কেশরস্তবক ) শুকাইয়া পড়িয়া যায়। কিন্তু বেগুনকুলের পুষ্পকোষ ফলেব সহিত বাড়িতে থাকে। সকল জাতীয় ফুলের পুষ্পকোষ এরূপভালে দলেৰ সঙ্গিত বাড়ে না । এখন দেখা যাউক এক্ট পরাগপাতন কিরূপে সংঘটিত হইতে পারে । পরাগকোষ হইতে পরাগ শুঙ্গদ্বারে আপনি যাইতে পারে না, যাইতে ভইলে কোনপ্রকার সাহায্যের আবশ্যক । সৰ্ব্বমঙ্গলময় জগদীশ্বর কাহারও অ ভাল রাখেন না। চলৎ-শক্তিহীন উদ্ভিদের এই বিষয়ে সাহায্যের জন্য তিনটি উপায় করিয়া দিয়াছেন ঃ--- (১) কীট দ্বারা পরাগবহন । (২) বায়ু দ্বারা পরাগুবহন । (৩) জল দ্বারা পরাগবহন । এই তিনটির মধ্যে কীট ও বায়ু দ্বারা পরাগবহন সৰ্ব্বত্রই দেখা যায়। S i Rig egfav s sti-Germinatian of Seed. * 1. Nz]*if* 5ēTIH Ffrs of Fi–State of dormancy in the plant life. o l *RiserivR–Pollination. ৪ । কীট দ্বারা পরাগবহন –Insect pollination.

  • I of{wfal *ision—Wind pollination.

o 1 sv wtyn ofātsfēn–Water pollination.