পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ R ·I প্রভেদ সহজেই প্রত্যক্ষ হইবে ( ২৫ ও ২৬ সংছবি ) । সংছবি ) দুইটি মাত্র অংশ আছে—বৃন্ত ও পত্রফলক। আল পাতার ( ১ ফলকের মধ্যভাগে লম্বমান শিরা বুস্তের বিস্তার মাত্র । এই বুস্থ কোন স্থলে ইহার দৈর্ঘ্যের এক দিক হইতে অপর দিক পর্যান্ত ফলক ধারণ কবে কেবল নিম্নের কিয়দংশ খালি থাকে এবং কোন স্থলে এই বৃন্ত হইতে শাপ৷ বাহির হয় এবং ঐ শাখাগুলি পুথক ভাবে ফলক ধারণ করে (২৫ সংছলি ) । প্রথমোক্ত প্রকারের পত্রকে অমিশ্র • পত্র বলে, এবং শেষোক্ত প্রকারের পত্রকে মিশ্র পত্র - বলে। অঁাব পাতা অমিশ্র, বেলপাত মিশ্র । অমিশ্র •III—Simple leaf. fase off–Compound leaf.